ছায়া সুনিবির, শান্তির নীড়
সুন্দর একটি গ্রামে,
আমার মতো এক কিশোরীর
জন্ম চিঠির খামে ।
গ্রামের পথ-ঘাট, ফসলের মাঠ
সবই আমায় চিনে,
ছোটো-বড় ,বন্ধু-স্বজন
সবাই আমায় জানে ।
কখনো উড়ন্ত চুলের
ছুটন্ত এক মেয়ে,
কখনো দুটি বেনুয়ের
সাজন্তী ফুল দিয়ে ।
কখনো দূরন্ত মেয়ে
কখনো ছোট্ট বউ,
কাটতো বেলা খেলা দিয়ে
ছিলাম কত যে মৌ ।
এ গাছ থেকে ও গাছ যাওয়া
এ গ্রাম থেকে ও গ্রাম,
পাখির মতো উড়ে যাওয়া
নিত্য ছিলো যার কাম ।
সকাল-বিকাল ছুটে যেতাম
কত খেলার মাঠে,
সময় হলে দৌড়ে যেতাম
নিত্য দিনের পাঠে।
আজও ভেবে হেসে হারা
আমার ছোট্টবেলা,
কতই ছিলাম দিশেহারা
করতে মিষ্টি খেলা।