সাইদ খান
জন্ম থেকে মৃত্যু প্রতি মূহুর্তে
তোমার কৃতকর্ম লিখছেন যাহারা
তারাই হলেন তোমার দুই কাঁধে দুই পাহারাদার
তারা তোমার পূন্য যেমন লিখছেন
পাপ ও তেমন লিখছেন।
তাই সময় থাকতে হও মানুষ হুশিয়ার
পাবে না তো কোন ছাড়।
যতই তুমি লাগাও দরজা
যতই নিভাও বাতি তবুও
তারা লিখতে পাবেন তোমার কর্ম কৃতী।
ডিজিটাল যুগে হাতে নয় নেও ঘুষ বিকাশে
তাও তারা লিখবেন তোমার জীবন হিসেবে ।
পরকালে দেখানে হবে তোমার কর্মফল
দেখে তোমার দু চোখে আসবে শুধু জল
বলবে তুমি এসব আমি করি নাই