এম ইফতিমাম মুরাদ
পাইলিনা আর আশার সময়
একই সাথে এলি,
পায়ে মাড়ানো দুঃখটাকে
গলায় বেদে গেলি।
তবুও তুই এলিরে
তবুও তুই এলি,
এই ছিল মোর পোড়া ভালে
কাকে দিবো গালি।
তবুও তুই এলিরে
তবুও তুই এলি।
জীবনের এই শেষ বেলাতে
সবি গেলে ভুলি।
হায় — তবুও তুই এলিরে
তবুও তুই এলি।
এখন আমায় একলা পেয়ে
শূন্য করে গেলি,
তবুও তুই এলিরে
তবুও তুই এলি।