দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামাজ ও খাবার ঘর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলাদের জন্য নামাজ ও রোগীর স্বজন এবং হাসপাতালের কর্মচারীদের জন্য খাবার ঘর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো: মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, ডা.ফারুক রিজওয়ান, ডা.আইরিন, ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যানগণ, নার্স-মিডওয়াইফ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।