চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকা প্রতিক পেতে দলীয় মনোনয়ন সংগ্রহ ও দাখিল করেছেন সাবেক ছাত্রনেতা বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন।
ইতোমধ্যে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। তাঁর সমর্থকও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নানান মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন আরও আগে থেকেই।
এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলছেন, বারইয়ারহাট পৌরসভায় মনোনয়ন প্রার্থীদের মধ্যে রেজাউল করিম খোকন আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি দূর্দিনে দলের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছেন। তিনি কখনো দলের প্রশ্নে কারো সাথে আপোস করেন নাই। সবদিক বিবেচনা করে এবার তিনিই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন বলে আমরা বিশ্বাস করি।