কনককান্তি মজুমদার
প্রতিটি জীবন চলনে
একটা সময় আসে যখন থেমে যেতে হয়,
পরিমিতি বোধ জীবনে চলার পথে
ভীষনভাবে প্রয়োজন ;
অনেকেই এটার পাশ কাটিয়ে যায়
আর সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
মোহাচ্ছন্ন আবেশে
করণীয় ঠিক করে উঠতে না পারায়
অ-কর্ম কর্মের স্থান নেয়
জটিলতা আসে ;
যত অশান্তির মূল তো সেখানে
তবু এই আবর্তে ঘুর্ণায়মান জীবন!