এম ইফতিমাম মুরাদ
ভালবাসার নাইরে কমতি
যা ছিল মোর ঘরে,
পাগল হয়ে আমি
করছি উজাড় তোরে ৷৷
ফুল বাগানে তোকে নিয়ে
ঘুরতে চায় যে মন,
তুই হলি মোর আকাশের চাঁন
আমার প্রিয়জন ৷৷
তোকে নিয়ে সাত সমুদ্র
পার হতে নাই ভয়,
পাহাড় সমান কষ্ট বিপদ
করতে পারি জয় ৷৷
তুই যে আমার মনের ঘরে
প্রদীপ জ্বলা বাতি,
পরোকালেও ছাড়িসনে হাত
থাকিস পাশে সাথী ৷৷