পলি
আমি তোমার প্রেমিকা হতে পারব না
তোমায় নিয়ে দু চার লাইন কবিতা লেখতে পারব না ,
তবে তোমার উদাস সময় তোমাকে হাসানোর চেষ্টা করতে পারব
তোমার কাঁধে মাথা রেখে গল্প করতে পারব না।
তবে তোমার নিঃসঙ্গতার সময় তোমার চোখের পাপড়ি ছুঁয়ে দিতে পারব ,
তোমার এলোমেলো চুলে আঙ্গুল বুলিয়ে দিতে পারব ।
তোমার স্বপ্ন ছুতে পারব না
বরং তোমার হাত ছুঁয়ে দিব ,
চঞ্চল কিশোরীর মতো খুশিতে বক্ষবন্ধনে আবদ্ধ করতে পারব না !
তবে দূর থেকে তোমার হাসিতে শামিল হতে পারব ।
সূর্যের আলোয় তোমার মলিন মুখখানি
দেখে নোনা জল ফেলাতে পারব ,
তোমার মনের অন্ধকার ঘরে প্রদ্বীপ জালাতে পারব না ,
তবে তোমাকে অন্ধকারে ডুবে যেতে দিব না ।
গূধুলি বিকেলে তোমার মাথা কোলে
নিয়ে গল্প করতে পারব না ,
বরং ডোবে যাওয়া সূর্য একসাথে দেখব ।
আঙুলের ফাঁকে আঙ্গুল ডুবিয়ে হাঁটতে পারব না ,
তবে পায়ে পায়ে তাল মিলিয়ে চলতে পারব !
তোমার সুখের সঙ্গি হতে পারব না
কিন্তু কখনো তোমায় একা ছাড়বোনা ,
আমাদের সম্পর্কের হয়তো কোনো নাম হবে না
তবে মিথ্যে মিথ্যে ভালোবাসা ও হবেনা ।