সম্পাদনায় : মেহজাব আহমেদ প্রবাল
আমারা আজ শুনব ও পড়বো গোপাল ভাড়ের মজার একটি গল্প কি বল বন্ধুরা, তাহলে চল শুরু করা যাক আজকের গল্প।
গোপাল একদিন তার প্রিয় বন্ধু নেপালকে বললে,দেখো ভাই সবই তোমার আমার ব্যাপার।
নেপাল জিজ্ঞাস করলে, সে আবার কি রকম কথা বুজলাম না তো?
গোপাল বললে, এই ধরো নেপাল- তোমার বাড়ি আমার বাড়ি আর আমার বাড়ি তোমার বাড়ি, তোমার টাকা আমার টাকা আর আমার টাকা তোমার টাকা, তোমার জামা আমার জামা, আমার জামা তোমার জামা এই সব আর কি।
বন্ধুবর নেপাল অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইল এ হেন অন্তরঙ্গতার ছোঁয়া পেয়ে।
গোপাল ততক্ষণে ভেল্কি দেখানোর মত নেপালের পকেটে হাত ঢুকিয়ে খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বলে,
এই যেমন তোমার পকেট আমার পকেট সেই পকেট তোমারই থাকল- তোমার হাত, মানে আমার হাত গেল আর এল।
নেপালের নয়ন গোল হয় আর বদন ক্রমাগত বিস্ফরিত হতে থাকে।
এতক্ষনে নেপাল বুজতে পারলো গোপালের কথার মানে।
কি আর করা তারপর সে অট্টহাসিতে ফেটে পড়ল।