আসমা আক্তার কাজল
আমার কবিতা
সে তো তোমারই দান
নীল খামে পাঠানো শত দুঃখ
আজ হয়েছে এক একটি
কবিতার লাইন।
তোমার দেয়া গোলাপ
আমার রক্তে হয়েছে রঙ্গিন,
তোমার দেয়া সকল ভাবনা
আজ আমার সকল কবিতার অনুপ্রেরনা।
তোমার দেয়া কিছু শর্ত
হয়েছে কবিতার প্রতিটি লাইনের ছন্দ,
তোমার কাছ থেকে পাওয়া ছলনা
আমার কবিতার ভাষা হারিয়ে
ইতি হলো টানা।