কনককান্তি মজুমদার
এমনই এক সকালে তুমি ভালবেসেছিলে,
বিশ্বাস করো সেদিন প্রথম আমি
ভালোবাসা চিনেছিলুম ।
তারপর কতো চাঁদহীন অমাবস্যা কেটে গেলো
বিরহ বুঝতে পারলুম না পাওয়ার যন্ত্রণা নিয়ে ;
যেখানে রাতের কোল ঘেঁষে শুধু
আঁধার আর আঁধার
ভালবাসার প্রতিচ্ছবি ;
নিদ্রাহীন রাতে
ঘুম নামক অধরা স্বপ্নের আনাগোনা
বুঝতে শেখালো
ওটা জীবনের এক মূল্যবান পাওনা ।
এতদিন চোখে জল ঝরিয়ে কেঁদেছি
এবারই বুঝলুম
জল না ঝরিয়েও কাঁদে মানুষ ;
তাইতো তোমায় ভুলতে পারলুম না।
বারবার ছুটে ছুটে তোমার কাছে
শুধু নামের ফেরে
সেই একই তুমি!
আজ আবার নূপুর নিক্কন
মেঘনার পার জুড়ে অশান্তির আয়োজন ;
বৃষ্টি ভিজিয়েছে আমাকে
তোমায়!