আসমা আক্তার কাজল
তুমি ডেকে ছিলে বলেই আমায়!
তোমার ডাকে হৃদয়ে বসন্ত এলো
আর কোকিলের কণ্ঠে শুরু হলো
মাতাল করা গান।
বৌ কথা কও পাখির ডাকে
পৃথিবীর সব সুখ যেন
তার গলায় জমে ওঠে।
তুমি কাছে আসতেই আমার!
নদীর কল্লোল শুরু হলো
নিশি যেন নিঃশব্দে সরে গেলো,
জ্যোসনা এসে বুকের মধ্যে
আলোর ঝিলিক দিল।
তুমি আমার পানে তাকাতেই!
শরীর ময় ছড়িয়ে গেলো ফুলের সৌরভ;
শুরু হলো…
দু’চোখ ভরে আনন্দের নৃত্য
সমস্ত সত্তা জুড়ে বসন্ত উৎসব,
ঝমঝম বৃষ্টি ধারায় মন ময়ূরী
মেলেছে পেখম।
তুমি ভালোবাসি বলতেই আমায়!
হৃদয় সরোবরে পদ্ম ফোটে
জ্যোৎস্নার জড়োয়া পড়ে নিজেকে রাঙাই।
নিরিবিলি নির্জন জীবনের শূণ্যতায়
অঙ্কিত হলো বালোবাসার উজ্জ্বল শোভা,
তোমাকে পাবার আনন্দে
ভালোবাসায় গড়ে উঠল স্নিগ্ধ শান্ত নিজস্ব ভুবন।