এম.এইচ সাইমন হাসান
যদি নিশাচর হয়ে রাতে
অথবা চরণ কাটি ফাঁদে,
যদি ফুর্তি করি সারাদিন
তোমার বাড়ির ছাদে ।
যদি কাশফুল হই
অথবা তোমার গ্রামের নদী,
যদি বৃষ্টির মতো সীমাহীন
ভেসে যায় নিরবধি ।
যদি তুমি সাজো কালো চুলে
অথবা দৃষ্টির অগোচরে,
যদি গান গাও ছন্দহীন
জোনাকি পোকা ধরে ।
যদি ক্ষুধার্ত থাকি সারাবেলা
অথবা পিপাসিত হই রোদে,
যদি বুক ভরা ভালোবাসা
তুমি বিলীন করো সুদে।
যদি তোমার ইচ্ছা মতে
অথবা ভুল হয় কোনদিন,
যদি কখনো দেই বকে
তবুও তোমাকে চাই সারাদিন।