আজম পাটোয়ারী
মডেল-আরিফুল ইসলাম
আমি আমার ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম দুই দিন আগে, আজ বিকেলের গাড়িতে বাড়ি ফিরছি। রাত এখন প্রায় ১২টায় উপরে, আমাদের স্টেশন এসে গেছে কিছুক্ষন পর ট্রেন প্লার্টফর্মে থামল।
গাড়ি থেকে নামার আগে আমি ভাল করে নিজের শরীরে শীতের কাপড় গুলো জড়িয়ে পরিপাটি করে নিলাম। বাহিরে আজ বেশ শীত পরছে জানালার গ্লাসে জমা শিশির দেখেই বুজা যাচ্ছে।
একি কোথায় নামলাম আমি স্টেশন তো দেখি পুরো জনমানব শূণ্য,এমনি কি আশে পাশে কোন কুকুর শেয়ালেরও পাত্তা নেই।
ইঞ্জিনে সমস্যার কারনে মাঝ পথে আটকা পড়েছিলাম,তাই দেরি হয়ে গেছে আর এতো রাত। তারপর আবারও চারদিকে ভাল করে তাকিয়ে দেখি আমি ছাড়া কোন যাত্রীই এই স্টেশন নামেনি। এখান থেকে আমার বাড়ি প্রায় আরো দুই ঘন্টার পথ অটো রিক্সায়। অনেকটা চিন্তায় পরে গেলাম এখন কি করব,কারন এত রাতে তো কোন রিক্সা বা অটো কিছুই পাব না ।
কি করব চিন্তায় পরে গেলাম, অত্যাগ কি করব না আর ভেবে।
একা একা বাড়ির পথে না হেটে রাতটুকু এখানেই প্লাটফর্মে বসে কাটিয়ে দেই। সকাল হতে আর কতক্ষন আর আযান হলে তো গাড়ি বেড় হবেই তখন গাড়ি পাবই। না হয় কিছুক্ষন শীতে কষ্ট পাব এই আর কি, তবুও ফালতু হাটার কষ্ট থেকে তো বেচে যাব। এদিকে স্টেশনে কোন দোকানও খোলা দেখছি না।
অনেক্ষন থেকেই চা খেতে ইচ্ছে করছে খুব,আর তারচেয়ে বড় কথা কোন দোকান খোলা থাকলে বসে একটু আকটু কথা আর গল্প করে বাকি সময় টুকু পার করা যেত, একা বসে থাকার চেয়ে।
তার উপর শীতের রাতে চায়ের নেশাটা একটু বেশি হয় আমার আর এটা স্বাভাবিক কারন শীতের মধ্যে একটু গরম কিছু তো যে কারোই ভাল লাগে তাই না। আমি চারদিকে ভাল করে তাকিয়ে দেখতে লাগলাম কোন দোকান খোলা আছে কি না,কিন্তু না সব দোকান বন্ধ কোন সারা শব্দ নেই আশে পাশে।আমি অনেকটা হতাশ হয়ে হাটতে লাগলাম এদিক ওদিক, হয়ত কেউ জেগে থাকতে পারে আরো এই ভেবে।
আরো একটু ইতস্ত ঘুরে স্টেশনের শেষের দিকে এসে দাড়ালাম, তারপর ভাল করে তাকিয়ে দেখি আবছা গলিটার ভেতরের দিকে একটা ছোট্ট দোকান খোলা মনে হল, কিন্তু কোন আলো জ্বালানো নেই, তবে একজন মানুষ বসে আছে তা স্পষ্ট বুজা যাচ্ছে। দূর থেকে আবছা আলোতে বুজা যাচ্ছে দোকানী বয়সে অনেক বৃদ্ধ।
আমি সাত পাঁচ না ভেবে সোজা দোকানে গিয়ে সামনে রাখা টুলটাতে বসে পড়লাম।
তারপর শীতে কাপা কাপা কন্ঠে বললাম, চাচা চা হবে রং চা।
দোকানী কেমন যেন অস্ফুট খস খসে সুরে আমার দিকে না তাকিয়েই বলল
হা বাবা চা হবে বিষ্কুট হবে সবই হবে তবে এখানে বসে চা খেতে চাইলে কোন প্রশ্ন করা যাবে না আমাকে, যদি মন চায় বসতে পারেন না হলে এখান থেকে চলে যেতে পার।
-চলবে-
আরোও পড়ুন