তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তার মাধ্যমে তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে তুর্কি ফার্স্ট লেডির কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়াই এ সঙ্কটের একমাত্র সমাধান বলে মনে করে তার দেশ।
রোহিঙ্গা সঙ্কট সমাধানে তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মুস্তাফা ওসমান তুরান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।