তুমি কখনোই ভালবাসনি
একাকীত্ব ভুলতে করেছ বিনোদন।
কখনোই মন থেকে বুঝতে চাওনি,
এজন্য কখনো ভেঙ্গে যাবে কারও মন।
তোমার অবসর সময়,
যখন কেউ ছিলনা কথা বলার মত।
আমাকে বানালে খেলার পুতুল,
খেলিলে তোমার ইচ্ছে যত।
আমি ও তো মানুষ,ভুলে গেলে কেন?
আমারও হতে পারে হারানোর ব্যথা।
তুমি তোমার স্বার্থটাই বুঝলে,
সময়ের প্রয়োজন শেষে ছুড়ে দিলে যেথাসেথা।
আশার প্রদীপ জ্বালিয়ে এতদিন,
তোমার অপেক্ষা করে সময় করেছি পার।
এতটা ঝড় আসবে জীবনে,
ভাবিনি,আশার প্রদীপ নিভে গেল আমার।
চারিদিকে আজ নিরাশার আধার,
পথহারা পথিক আমি।
তুমি স্বার্থের আলোতে আলোকিত,
আরও উন্নত জীবনের খুঁজে অগ্রগামী।