তানভীর আহমেদ
তুমি স্বাধীনতা,
লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া।
তুমি স্বাধীনতা,
প্রিয়জন হারা অশ্রু দিয়ে নাওয়া।
তুমি স্বাধীনতা,
মায়ের ভালোবাসা ভাইয়ের অহংকার,
তুমি স্বাধীনতা,
বীরাঙ্গনা বোনের প্রেমময় অলংকার।
তুমি স্বাধীনতা,
ভোরের আকাশে সোনালী রবি।
তুমি স্বাধীনতা,
সবুজ ভূমির হৃদয়কাড়া ছবি।
তুমি স্বাধীনতা,
বাসন্তী কোকিলের স্বকরুণ মায়াবী সুর।
তুমি স্বাধীনতা,
সবুজ মাঠের রাখালী বাঁশির সুর।
তুমি স্বাধীনতা,
মুক্ত আকাশের শূন্যে মেলা বিহঙ্গের ডানা।
তুমি স্বাধীনতা,
অসীম সাহস করতে নেই মানা।
তুমি স্বাধীনতা ,
চৈত্রের দুপুরে ক্লান্ত পথিকের পিপাসিত স্বাদ।
তুমি স্বাধীনতা,
স্বচ্ছ আকাশে উদিত হওয়া চাঁদ।
তুমি স্বাধীনতা,
স্বপ্নের ভূবনে শ্যামল সবুজের বসবাস।
তুমি স্বাধীনতা,
সকলে মিলে সাজাই আজ প্রিয় বাংলাদেশ।