এই ভূবনে এই জগতে
সৃষ্টি তোমার সব,
আমরা মানুষ তোমার সৃষ্টি
তুমি আমার রব।
আঠার হাজার মাখলুকাত
শ্রেষ্ঠ আমার প্রাণ,
সবার কাছে শ্রেষ্ঠ আমি
আছে আমার সম্মান।
তোমার দয়ায় তোমার মায়ায়
এই ভুবনের মাঝে,
থাকবো বেঁচে কতকাল
নতুনত্ব জীবন সাজে।
সুখের স্বর্গ দুঃখের নরক
কর্মে ফল হয়,
ভালো-মন্দ দ্বিধা দ্বন্দ্ব
অভিশপ্ত জীবনে রয়।
বিধি-বিধান আদেশ-নিদেশ
পথ চলার সংবিধানে,লিপিবদ্ধ রয়
জীবন সূত্রে ভুল হলে
মাশুল দিতে হয়।