বিমান বিশ্বাস
এসেছে আবার আজ শ্রাবণের ধারা
সমস্ত পরাণ জুড়ে গেঁথেছে সে মালা,
বুকে তার অন্ধকার আবরণ খুলে
দেখা দিল আজ আবার অরূপ বদনে।
দু’কুল ছাপিয়ে সে ঝরে ঝরোঝর
শুনতে চায় না আজ কারোর বারণ,
রসের সরোবরে ভাসাতে সে চায়
অনাবাদি দেহে তার কুহক জাগায়।
দখিনা সমীরণে ভেসে সে বেড়ায়
ভালোবেসে জড়াতে চায় তোমায় আমায়,
ভাবের রসেতে সে ভূমিতে লুটায়
সুখের অশ্রুজলে আমাদের কাঁদায়।
প্রেমের প্রতিমা গড়ে স্বপনে শোনায়
মনের আকাশে ঝড় উঁকি দিয়ে যায়,
শ্যামল সবুজে তোরা বাঁধবি যে বাসা
সেই নীড়ে খুঁজে পাবি প্রণয়ের দিশা।
প্রেমের ঝড় তুলে বিদায় সে চায়
আবার আসবে ফিরে ফাগুনের হাওয়ায়,
সোঁদা মাটির ঘ্রাণ নিয়ে আমরা সুধাই
তোমার পরশ যেন বারে বারে পাই।।