সাইদ খান
তুমি চলে যাবে তাই
তোমার স্মৃতি গুলো এ হৃদয়ে আলপিন এর মতো গুতা দেয়।
তুমি চলে যাবে সে কথা ভাবতেই
আমার দুটো চোখ জলে ভরে যায়।
কিন্তু তোমার প্রেমের তাপে তা কখন যেন বাষ্প হয়ে যায়
কেউ তা দেখতে পায় না এমন কি তুমি ও না।
তুমি চলে যাবে তাই
আমার হৃদয়ে ১০৪ ° জ্বর ওঠে
কিন্তু তোমার বিদায়ের বেদনায় শরীর হিম শীতল হয়ে যায়।
তুমি চলে যাবে তাই
এ বুক টা মরুভূমি হয়ে যায়
বাগানের সব ফুল ঝরে যায় , পাখিরা স্তব্ধ হয়ে যায়
সমুদ্রের ঢেউ গুলো তোমার হয়ে আমাকে জানায়,
বিদায় বন্ধু বিদায়।
তখন আমার মনে হয়
কেন এসেছিলাম এ পৃথিবীতে ?
কেন ভালোবেসে ছিলাম তোমাকে?
কেন হৃদয় দিয়েছিলাম তোমাকে এই নশ্বর পৃথিবীতে
কেন ভালোবাসার মানুষের আয়ু এতো কম হয়?