আইরিন সুলতানা লিমা
তুমি কি মা ঘাসফুল
যত্নহীন ঝোপের আড়াল ?
নাকি তুমি বকুল ফুল
শুকনো দেহে ছড়াও সুগন্ধ প্রবল?
তুমি কি মা তুচ্ছ অতি
বাবা কেন রুষ্ট তোমার প্রতি ?
তুমি কি মা পুকুর
চোখের জলে গড়িয়ে যায় দুপুর?
তুমি কি মা সহা
রোগশোক বহা?
তুমি কি মা কাঁটা
তোমার কেন সুখের এত ভাটা?
তুমি কি মা সেবাদাসী
হুকুম মতো চলা?
সকল কাজে তুমি দোষী
তবে কি তুমি নিমতলা?