তুমি আসবে বলে
বসে থাকি আমি
রাস্তার এক ধারে,
তুমি আসলেই ভালোবাসি বলে
জড়িয়ে ধরবো বুকে।
তুমি আসবে বলে
চেয়ে থাকি আমি
দৃষ্টি যতদুর যায়,
তোমায় দেখলেই দৌড়ে গিয়ে
ভালোবাসি বলবো তাই।
তুমি আসবে বলে
বকুল ফুলের মালা গেঁথে
সাথে রাখি সবসময়,
তুমি আসলেই ভালোবাসি বলে
পরিয়ে দেবো খোঁপায়।
তুমি আসবে বলে
অপেক্ষা করছি আমি
দুইটি বছর ধরে,
আসবে কবে অভিমান ভুলে
আমার শূন্য বুকে।