রীতা আক্তার
দৃষ্টির সীমানায় যে সূর্য উদীয়মান
তার তরে রাখি আমার সম্মান।
আঁখিপট ভিজে উঠে জলে,
লাল সূর্যের মাঝে আঁকি যারে,
সে এক বঙ্গবন্ধুর নাম।
কত কষ্ট সয়েছো হৃদে,
ভিজিয়েছো মাটি নোনা জলে,
থামেনি কভু এগিয়ে যাওয়ার গান,
হে বঙ্গবন্ধু তোমায় করি
হাজার সালাম।
তুমি তো রয়েছো বাঙালির সবখানে,
কৃষক মজুর মেহনতির মনে প্রাণে।
লাখো বাঙালির অগ্নিশীখা তুমি,
হে বঙ্গবন্ধু…
আজও মোরা তোমারে স্বরণ করি।
যখনই বিপদ আসে বাংলার দিকে ধেয়ে,
তোমারে মোরা খুঁজে ফিরি দিকে দিকে।
তোমার প্রত্যয়ে বাঁধি যত বুকে সাহস,
অপশক্তির বিনাশ করি তাতে।
তোমার দেয়া ভূখন্ড আজ পেয়ে,
মাথা তুলে বাঁচি বিশ্বের দরবারে।
স্বাধীন বাংলা রবে চিরকাল স্বাধীন,
ক্ষয় হবেনা…
হবেনা তো মলিন।
দেহেতে প্রাণ আছে যতদিন,
স্বাধীন বাংলা আগলে রাখবো,
কালো ছায়া তাতে পড়বে না কোনো দিন।
হে জনক…
তুমি করো দোয়া হাত তুলে,
তোমার নামের সম্মান যেন,
রাখতে পারি বাঙালির পরে।
তুমি আছো, তুমি রবে দিকে দিকে, জয় বাংলার ধ্বণী…
ছড়িয়ে যাবে তোমার নামের পরে।