তিউনিসিয়ার উপকূলে অভিবাসী সহ দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে আর এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ নৌকা দুটি ডুবে যায়।
নৌকা দুটিতে থাকা সবাই সাব-সাহারান অভিবাসী ছিলো বলে জানা যায়। এরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করেছিলেন।
গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে সর্বশেষ। এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল।