হাসান আলী
ষড়ঋতুর রদবদলে শীত গিয়ে বসন্ত এসেছে।
পাতা ঝরে যাওয়া গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে গাছে গাছে নতুন ফুলের মেলা বসেছে।
এই খুশিতে মৌমাছিরা দলবেধে মধু আহরণ করছে।
কৌকিলের মনেও প্রেম জেগেছে
তাইতো বসন্তের এই খুশিতে গলা ছেড়ে গান ধরেছে।
একটি বছর ঘুরে এলো বসন্ত-
কবিরাও খাতা কলম নিয়ে ছন্দ মিলিয়ে
নতুন নতুন কবিতা লিখতে আরম্ভ করেছে।
বসন্তের এই রদবদলে সবকিছুই যেন নতুন করে সেজেছ!
কিন্তু বসন্তের এই রদবদলেও যেন
আমার মনের কোণে কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে!
বসন্তের এতো সুন্দর রুপ এতো সুন্দর প্রকৃতি
আমাকে মুগ্ধ করতে পারেনি।
কোন এক বসন্তে আমার জীবনে এসেছিল সে,
যাকে নিয়ে শত শত প্রেমের কবিতা লিখেছি।
আজ আর তাকে নিয়ে প্রেমের কবিতা লিখতে পারিনা,
যেটা পারি সেটা বিরহের কবিতা।
কোন এক অজানা কারণে বহুদূরে চলে গেছে সে।
দুজনের মাঝে দুরত্বটাও অনেক বেড়েছে।
জানি আর কোন বসন্তে আমার লেখায়
প্রেমের কবিতা হয়ে ফিরবে না সে,
তবুও প্রতিদিন প্রতিমূহুর্তে তাহারেই পড়ে মনে।