বিমান বিশ্বাস
জ্যোৎস্না রাত।
বাঁশ বাগানের ছায়া সমগ্ৰ প্রাঙ্গণ জুড়ে
চাঁদোয়ার ফাঁক গলে
চাঁদের রূপোলি রেখার আনাগোনা,
অস্পষ্ট আলোর বেণুতে
তোমাকে ছোঁয়া।
যেনো কাঁচ ভাঙা হ্যারিকেনের উজ্জ্বল শিখাকে স্পর্শ করা!
জ্বলছিল বুকের ভেতরটা
তোমাকে ছোঁয়ায় জন্য নয়!
দখিনা বাতাস আর তারাদের আলিঙ্গনের নেশায়।
ঝাঁকে ঝাঁকে জোনাকির ভিড়,
ঝিঁ ঝিঁ পোকার ডাক;
মশা বিন বিন করে কানকে করছে ঝালাপালা।
অথচ;
ভারী নির্জন!
তুমি আর আমি..
তারপর…