ইসলামে নেই রাজায়-প্রজায় ভেদ,
সবাই মানুষ, বড় পরিচয়।
ঈমান, আমল, আসল বিষয় ভাই,
তাকওয়া দিয়ে দামি হতে হয়৷
আমির, ফকির, সবাই প্রভুর দাস,
তাঁর দাওয়াতেই হতে হবে পার।
গায়ের রঙের তফাত কিছুই নেই,
সাদায়-কালায় সম অধিকার৷
আদম, হাওয়া, দু’জন থেকেই সব,
গরিব ধনী, নাহি ব্যবধান।
ঝুঝলে না তাই করছো নানান ছল,
ঘৃণার-শরাব করে নিয়ে পান
বাতায়ন পত্রিকাকে অনেক ধন্যবাদ। সব সময় ভালো কিছু করার প্রত্যয়ে সাহস ও মহাযোগীতা করার জন্য।মেধা বিকাশের এই অনন্য প্রতিষ্ঠানটিতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরও ধন্যবাদ জ্ঞপন করছি।সকলে দোয়া করবেন।