মোঃ আনোয়ার হোসেন
দিয়ে যাও পাড়ি সিন্ধু ও অবণী
ভয়ে কাপিবে ভাস্কর শুকাবে তটিনী।
আসিবে কামিনী আঁধার যামিনী
বল প্রনয় ও ভয়ে আমরা আসিনি।
গড়ে নাও মন তব পাথর সম
ঝঞ্জার মত চল করিও না নম:।
অশনি সম তব রক্তের ধারা
ঐ শোন ডাকিছে, ডাকে দাও সাড়া।
হাতে নাও তুলে তব যুদ্ধের অস্ত্র
দেখে যেন আধিয়ার না করিও তস্ত্র।
দেখাও দেখাও তব বাহুর বল
ভেঙে দাও দুই হাতে লোহার শিকল।
চলে যাও নির্ভয়ে আপন লক্ষ্যে
মৃত্যুকে তুলে নাও আপন বক্ষে।
তব পদাঘাতে জানি ভাঙিবে মাটির ঘুম
অম্বর হতে দিবে আলো ঐ দূরের সোম।
কুসুম মালা গলে শোভা নাহি পায়
গেথে নাও মালা তব কঠিন শিলায়।
লাথি মার মিথ্যার ঐ লাল ললাটে
সত্যকে একে নাও তব হৃদয় পটে।
সত্যের আলো দিয়ে পৃথিবী কর জয়
চলে যাও সামনে নাহি কোন ভয়।