বিমান বিশ্বাস
সমস্ত কলরব ভুলে
বৃষ্টি আজ ছড়িয়েছে নগর-গ্ৰাম্য পথে,
সে মেটাতে চায়
অনহারী তৃষিত পরানে
পিপাসিত বিন্দু বিন্দু ঘামে ভেজা,
ওষ্ঠের তৃষ্ণা!
নিমগ্নতা ভেঙে আজ খান খান মন মন্দির
সভ্যতা আজ যৌনতায় মেতে
তোমাকে নিয়ে গেছে বহু দূরে…
আয়নার ওপারে–
আবছায়া ভালোবাসা আর
শরীরে জড়ানো আঁচলের আবডালে,
দ্বিধাগ্ৰস্ত নরম কৃষ্ণচূড়ার ফুল।
বিশ্বাসে ভর করে তবু আমি ডাকি তোমায়…
শিহরণ জড়ানো ব্যাকুল বীথিকার তলে,
তোমাকেই সঁপে দিতে চাই আমার
প্রথম সমর্পণ
আমার ভালোবাসা!
নেবে কি তুমি?
নেবে কি তুমি শাশ্বত চিন্ময় অনন্ত জ্যোতি পুষ্পে ভরা,
অখন্ড অনুভব আর হৃদয়
দ্বীপপুঞ্জে গচ্ছিত ভাস্বর কুহেলি,
আমার প্রেম!
ছুঁতে চাই আকাঙ্ক্ষার আকুল উজ্জ্বলতর ঔজ্জ্বল্যে ভরা
তোমার সুখসার প্রচ্ছন্ন হৃদয়,
ছুঁতে চাই তোমার দেহগত উদ্বেল প্রক্ষিপ্ত মায়াময় উজ্জ্বল সৌষ্ঠব নিঃসংশয় তপ্ত অধর।
আমি না;
লুটে নিতে চাই তোমারই দেওয়া কষ্ট আর জ্বলজ্বল দু’চোখ,
চাই আমি অসীম,অনন্ত, অচিন্ত্য রহস্যমন্ত্রে রিক্ততা
তোমার দেওয়া অবহেলা আর লাঞ্ছনা।
তবুও আমি,
তোমাকেই চাই….