মোহাম্মদ হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালো ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা।
আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে এ টিকা ঢাকায় এসে পৌঁছায়। সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজে এতে রয়েছে।
এর ফলে চলতি মাসেই শুরু হচ্ছে দেশে করোনার টিকাদান কর্মসূচি। প্রয়োগের প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে দেওয়া হবে এ ভ্যাকসিন। পরদিন দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না।