সাবরিনা ইসরাত জুই
সৌন্দর্য কথনে আজ আমরা জেনে নেব কি ভাবে সহজে ঘরে বসে আপনি আপনার একটি গুরুত্বপূর্ন অঙ্গ ঠোটের যত্ন নিতে পারেন এবং কালো হয়ে যাওয়া ঠোটকে কত সাবলিল ভাবে স্বাভাবিক গোলাপি ঠোঁট বানাতে পারেন কোন প্রকার জামেলা ছাড়া।
তাহলে চলুন দেখে নেই কিছু সহজ টিপস
১/ নাম্বারে আছে লেবু ও মধুর মিশ্রণ :
লেবু ও মধু সমান পরিমানে মিশিয়ে মিশীয়ে ঠোঁটে লাগান এবং ঘন্টা খানেক রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এভাবে আপনার ইচ্ছে মত যতবার খুশি লাগাতে পারেন।আবার চেপা লেবুর ছাবা সকাল আর সন্ধ্যায় ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয়। আর বানানো এই মিশ্রণটি ফ্রিজে প্রায় ১ সপ্তাহের মত রেখে সংরক্ষন করে ব্যবহার করতে পারবেন। কিছুদিনের মাঝেই দেখবেন আপনার ঠোঁটের রঙ পরিবর্তন হতে শুরু করেছে।
২/ লেবু ও চিনির স্ক্রাব:
চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। এক চামচ লেবুর রস, সামান্য নারিকেল তেল ও দুই চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। চাইলে আরও খানিকটা চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে। এই স্ক্রাব ঠোঁটে ভালো করে মালিশ করতে হবে। নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেওয়া যেতে পারে। হালকা গরম পানি দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিতে হবে।
৩/ লেবুর রস :
প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে সুপরিচিত লেবু। আবার অনেক ছেলে রয়েছে যারা সিগারেট খায় না কিন্তু তার পরেও তাদের ঠোঁট কালচে ধরনের। তাই ঠোঁটের কালচে ভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর। এক টুকরা লেবু নিয়ে ঠোঁটে ঘষে নিলেই উপকার পাওয়া যাবে। প্রতিরাতে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যাবে।
৪/ কাঁচা দুধ :
প্রতিদিন ঠোঁটে কাঁচা দুধ ভাল করে ঘষে লাগান। সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে ঠোঁটে লাগান। ২০ মিনিট রাখুন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে নিন। অথবা ঠাণ্ডা গোলাপ জল দিয়েও ঠোঁট ধুতে পারেন। সেটা অনেক বেশী কাজে দেবে।
৫/ আলমণ্ড অয়েল ও লেবুর রস :
সকালে আর সন্ধ্যায় ঠোঁটে মধু লাগালে ঠোঁট গোলাপি হয়। এক চামচ আলমণ্ড অয়েলর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে আপনার ঠোঁটে ম্যাসেজ করুন। তারপর ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ঠোঁট নরম ও পরিষ্কার হবে।
আপনি যদি গোলাপের মত ঠোঁট করতে চান তবে চাইলে গোলাপ এর পাপড়ি ব্যবহার করুন কিছু গোলাপের পাপড়ি নিন এবং দুধে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পাপড়ি গুলো বেটে নিয়ে পেস্ট তৈরি করুন। এতে কয়েক ফোঁটা মধু আর গ্লিসারিন দিন। এবার পেস্ট টা আপনার ঠোঁটের উপর ১৫ মিনিট রেখে দিন। এক টুকরো তুলা দুধে ভিজিয়ে পেস্টটি তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়।

৬/ ঠোটে শশার রস :
ব্রাশ দিয়ে আলতো করে ঠোঁটের ওপর বুলিয়ে নিন। এতে ঠোঁটের ওপর মৃত কোষগুলি সরে যায় নিয়মিত একটুখানি শসার রস ঠোঁটে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করে সপ্তাহখানেক পর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন।
আজ তাহলে এই পর্যন্ত আমরা আগামি পর্ব আরো নতুন কোন বিষয় নিয়ে আসব আপনাদের জন্য, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুন্দর থাকবেন।
নিয়মগুলো মেনে চলুন তাহলেই দেখবেন আপনার ঠোঁট গোলাপের পাপড়ির মতই নরম,কোমল,গোলাপী এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
তাহলে এবার হেসে উঠুন প্রাণখুলে।