কোটচাঁপুর পৌরসভা নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
চলবে বিকেল চারটা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে।
সকাল ৯ টায় দিকে কোটচাঁদপুর পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কোটচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের সরব উপস্থিতি। নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। ভোটাররা জানান, তারা সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।
নির্বাচন কর্মকর্তা ও রিটার্টিং অফিসার জানান, শান্তিপূর্ন ভোটগ্রহণের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স টহল রয়েছে।
উল্লেখ্য, কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৪টি কেন্দ্র ২৭ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে । যার মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪শ৮৫ জন ও মহিলা ভোটার ১৪হাজার ৮জন । ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।