ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে (২৭ মে) সোমবার উপজেলার তালসার বাজারে অভিযান করেন তিনি।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপমা রায়। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন,কুশনা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সেলিম রেজা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার বিকেলে কোটচাঁদপুর তালসার বাজারে সচেতনতা মূলক এ অভিযান চালান নির্বাহী কর্মকর্তা উছেন মে।
এ সময় তিনি মানুষের অভিযোগ শোনেন এবং সে মোতাবেক দোকান ও বিক্রেতাদের সচেতন করেন।
বিষয়টি নিয়ে উছেন মে বলেন, এলাকার মানুষকে নিয়ে বাজার মনিটরিং করা হয়েছে। মানুষ বললো,বাজার স্বাভাবিক আছে।
এরপর যদি কোন অস্বাভাবিক কিছু পাওয়া যায় তাহলে জরিমানা করা হবে। এটা মূলত মানুষকে সচেতন করার জন্য।