সৌমেন দেবনাথ
দিনে দিনে স্বর্ণ সময়
দিয়ে দিলো ফাঁকি,
স্বপ্ন-আশাহীন জীবনের
থাকে আর কী বাকি।
দেখে আমায় বলবে সুখে
বাহির রঙিন বড়,
বহুত কষ্ট বুকে জমা
গেছি হয়ে সড়।
এই বয়সে এত কষ্ট
বয়ে চলছি আমি,
পথের ধূলায় পড়ে থাকি
হয়ে বিফলকামী।
কত কষ্ট করে আমি
করলাম লেখাপড়া,
জ্বলে জলে নিভে গেছি
বিফল জীবন গড়া।
জীবন ট্রেন থামার জন্য
পেলো না স্টেশন,
জীবনের ক্রিজ রানহীন থাকলো
কষ্ট বুকে ভীষণ।
জীবন জুড়ে ঠকলাম শুধু
ফাঁকা প্রাপ্তির ডালা,
জীবন এখন হয়ে গেছে
যেন যাত্রা পালা।
চলার পথে পাথর পড়ে
চলার পথে কাঁটা,
চলবো ভালো খাবো ভালো
জুটলো ক্ষুদের ঘাটা।
জীবন যাত্রা সহজ নয় তো
লম্বা যে একটা দৌঁড়,
ভুলের ফলে পড়ে গেছি
বাঁকলো জীবনের মোড়।