সাইদ খান
জীবন চাকা ধমকে গেছে
মরন থবা করোনায়।
পৃথিবী টা অচল আজ
বিধাতার দয়া ছাড়া নাই তো কোন উপায়।
আছে বিমান আছে কামান তবু ও তারা অসহায়
দেখা তো যায় না তাকে
সদা সবাই ভয়ে থাকে
কখন যেন ঘার মটকায়।
জীবন চাকা ধমকে গেছে
মরন থাবা করোনায়।
নাই ওষুধ নাই তো সেবা
মানুষ আজ অসহায়
সদা তারা থাকে ভয়ে
কখ ন যেন জীবন যায়।
পকেট খালি পেট খালি
এ জীবনে আর কতো সয়
করোনা তুমি দয়া কর
আমরা বড় অসহায় ।