এম ইফতিমাম মুরাদ
ভবের হাটে সুখের তরী
কেমনে হবো পার?
বৈঠা হাতে মাঝি বসে
নদীর ঐ ওপার,
ও মাঝি তুই সুখের নাওয়ে
ধরবি কখোন হাল?
এপারেতে ছেয়ে গেছে
দুখে ভরা কাল, ,
অর্ধ গাঙ্গে নাওয়ের টুটলো
সুখের গুন খানি,
এবার বুজি মরবো ডুবে
ভরছে নাওয়ে পানি, ,
আর থাকিসনে বসে ওপার
ধরো তরীর হাল,
দাও উড়িয়ে রবের নামে
ভবে সুখের পাল ৷৷