হাসান বাবু
পেয়েছি চাওয়ার আগে
চেয়েছি অসময়ে
এ দুয়ে মিলিয়ে
হারিয়েছি বুঝার আগে।
ঘড়ির কাটার সাথে
পারিনি তাল মিলাতে
তাই তো ব্যর্থ আমি
খারাপ অন্যদের চোখে।
তরমুজের নেই সাদৃশ্য
বাহ্যিক আর অন্তরালে
তার চেয়ে বেশি গড়মিল
সব মানুষের জীবনে।
আবার কিছু ক্ষেত্রে
আমার চোখে ব্যর্থ আমি
অন্যের চোখে সফল
যেও নাকো কেহ এভাবে
নিজেকে মিলাতে
তাতে পাবে না ভালো ফল।
সব মানুষের জীবন গল্প একই ভাবে গড়া
শুরু আর শেষটা শুধু ভিন্নতায় ভরা।