ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
“সুস্থ রাখতে দেহযন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র” স্লোগান সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ওয়াকিং ক্লাব এর আয়োজনে ৫ম জাতীয় হাঁটা দিবস উদযাপন করা হয়।
এবার ঢাকাসহ মোট ছয়টি জেলায় একযোগে জাতীয় হাঁটা দিবস উদযাপিত হয়। শনিবার সকালে ক্লাবের শতাধিক সদস্যদের নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে হেঁটে হেঁটে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।
সাধারণ মানুষের মধ্যে হাঁটার উপকারিতা এবং হাঁটা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে বাংলাদেশ ওয়াকিং ক্লাব।
এসময় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. আবু নোমান মো. আতাহার আলী, প্রেসিডেন্ট এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান। বাংলাদেশ ওয়াকিং ক্লাব ২০১৪ সাল থেকে অদ্যাবধি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ঈদের পোশাক বিতরণ করে আসছে।
এছাড়াও সকল ধরনের দুর্যোগে ক্লাবের সদস্যগণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে হাজির হন৷ এসময় নিয়মিত হাঁটার অভ্যাস গড়ার পাশাপাশি ক্লাবের সাথে সম্পৃক্ত হবার আহবান জানান বক্তারা।