রাসেল ইব্রাহীম
আমি একটা সংগীতের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি
উচ্চস্বরে বারবার পড়েও পুরো মুখস্ত করতে পারিনি
শুধু একটি লাইন মনে আছে
আমি তোমাকে তা শুনাতে চাই
প্রথম লাইন নয়;তৃতীয়, চতুর্থ কিংবা বাকী লাইনগুলোও নয়।
কোন এক ঝলমলে রৌদ্রজ্বল সোনালী বিকেলে
কিংবা অন্য কোন রোমান্টিক সময়ে
দেশবাসীকে সাক্ষী রেখে –
নির্দ্বিধায় আমি শুধু তোমাকে জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন শুনাতে চাই।