ইমরান খান রাজ
বাংলার বুকে জাগ্রত তুমি
শেখ মুজিবুর রহমান,
তোমার কৃতিত্ব জানে দেশবাসী
ইতিহাসে রবে চির অম্লান !
স্বাধীনতা যুদ্ধের নায়ক তুমি
বাঙালির বিজয়ের স্বপ্ন,
বাংলার মাটিতে জন্মে তুমি
করেছো বাঙালিকে ধন্য !
জয় বাংলার স্লোগান দিয়ে
শত্রুকে করেছো নিঃশেষ,
বাঙালি জাতির হাসি ফেরাতে
হয়েছো বারবার নিরুদ্দেশ !
মুজিব তুমি আলোর মিছিল
সম্ভাবনার স্বাধীন পথ,
মুজিব মানেই বঙ্গবন্ধু
অন্যায়ের বিরুদ্ধে শপথ !