উম্মে কুলসুম মুন্নি
বঙ্গবন্ধু এক স্বপ্নজয়ীর নাম,
যে নামের প্রতিটি অক্ষরে
মিশে আছে বাঙ্গালির স্বপ্নজয়ের
রক্তাক্ত ইতিহাস।
বঙ্গবন্ধু এক ভুবনজয়ীর নাম
যার বজ্র কন্ঠে
একদা প্রকম্পিত ছিল
বাংলার আকাশ বাতাস।
বঙ্গবন্ধু সে এক বিশ্বজয়ীর নাম
যার সুউচ্চ তর্জনীর ইশারায়
লাখো বাঙালি দিয়েছিল প্রান
লিখিয়েছে নাম বিশ্বের মানচিত্রে ।
লাল সবুজের পতাকা হাতে
ছুটেছিল বাংলার দামাল ছেলে
ছিনিয়ে আনতে স্বাধীনতা
স্বার্বভৌমত্ব অকুন্ঠ প্রতিজ্ঞাতে ।
বঙ্গবন্ধু এক পথদ্রষ্টার নাম
যার হাত ধরে পেয়েছি মোরা মা মাটি দেশ
গর্বিত জাতি মোরা বিশ্বের বুকে
পেয়ে সোনার বাংলাদেশ।
বঙ্গবন্ধু এক সুরস্রষ্ঠার নাম
দিয়েছে এনে প্রিয় ভাষা বাংলা
সে মধুর সুর শোনার আকুতি
কভু হবে নাকো শেষ ।
বঙ্গবন্ধু এক মানবপ্রেমীর নাম
যার ভালোবাসা মমত্ববোধে
আকৃষ্ট জনতা
ভুলবে না কো তার অবদান ।
দেশ মাতৃকার তরে দিয়েছ প্রাণ
ভুলিয়া আপন স্বার্থ,
জাতির জনক তুমি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।।