ভালোবেসে যতই হওনা তুমি কাঙ্গাল
রূপে তার যতই প্রশংসার বাণী এঁটে দাও
আগুনকে বিশ্বাস করতে যেওনা।
আগুনকে নেভাতে অনেক জল লাগে
বাঁ পকেটে আগুন রেখে জল ছোবেনা
তা কি করে হয় !
আগুন বা বারুদ নিয়ে খেলতে গেলে
নিজেকেও যে কখনও ভষ্ম হতে হয়,
খেলবে খেল লেলিহান আগুন
অথবা বরুদ নিয়ে
তবে অনেক করে কাছে জল রেখ।
লাটাই
-মেহের আমজাদ
আমি ঘুড়ি হয়ে
লাটাই যখন দিয়েছি ছেড়ে
দখলে তোমার সবটুকু।
ইচ্ছা মত ঘুরিয়ে ফিরিয়ে ওড়াবে-
ওড়াচ্ছও তাই,
কোন আপত্তিই খাটবেনা আর
এই জ্ঞান হলে
দিতাম কি আর
সখ করে লাটাই ছেড়ে !
তেমার সখের ঘুড়ি
কখনও ক্লান্ত হলে
কিংবা কেটে গেলে
ফিরবেনা আর
তুমিও ফেরাবে মুখ
এ কথা নিশ্চিত জেনে
বলো তো —
কেন লাটাই হাতে নিলে।