সামিমা হুসাইন সানি
আমি জন্মে ছিলাম বর্ষায়,
কিন্তু ভালবাসি মায়াময় বসন্ত।
আমার জন্ম বৃষ্টির আষাঢ়ে,
কিন্তু ভাললাগে চৈত্রের দুপুর।
আমার জন্ম দিনের শুরুতে,
কিন্তু ভাললাগে নিঃশব্দ একাকি রাত।
আমার জন্ম কাঁদতে কাঁদতে,
কিন্তু সবসময় থাকি হাস্যমুখে।
আমার জন্ম ছোট থেকে,
কিন্তু বড় হয়ে মরতে চাই।
আমার জন্ম মায়ের কোলে,
কিন্তু তোমার কোলে মরতে চাই।