সৌমেন দেবনাথ
এই পাথার কেটে সাঁতার
তোমার কাছে আসার
মানে যদি হয় যন্ত্রণার,
আমার তবে চেয়ে এটার
আর নেই কোন পাথার।
হাজার হাজার যে বাসনার
চোখে কেনো কাটা তার,
আমার এ হতাশার
সমাধান অজানা সবাকার
জন্ম আমার জন্যে ভাসার।
কেনো তোমার দু চোখ তারার
এত আমি সমস্যার
কেনো কষ্ট দাও অভাগার,
তোমাকে ছাড়া বাঁচা যার
অপূর্ণতা ছাড়া কী আছে তার।
কত হবো স্বীকার তোমার ভর্ৎসনার
অনেক প্রত্যাশা ঘিরে তোমার
কেনো ফেরাও বারেবার,
বাঁচার যে পথ নেই আর
ঠাঁই দাও এ অভাগার।
এত প্রশ্ন করি তোমার
কোন উত্তর মেলে না আমার,
সীমানা নেই তোমার পাষণ্ডতার,
কষ্টগুলো দেবো যে কার
দেবো কোন ফেরিওয়ালার?