সাইদ খান
আজকের পৃথিবীতে
সভ্য সমাজের মানুষেরা ঘুম ভেঙেই যা পান করেন তা হলো চা।
কিন্তু যাদের কঠোর পরিশ্রম এর ফলে আমরা পাই চা,
তাদের কথা কেহ করিনা মনে, শুধু তুষ্ট থাকি চায়ের মিষ্টি ঘ্রাণে।
তাদের জীবন চলে দুঃখ কস্ট বেদনায়,
সারাদিন ঘামের বদলে অতি সামান্য মজুরি তারা পায়।
আজ আমরা মানবতার কথা বলি, মানবাধিকার এর কথা বলি।
কিন্তু এই হতভাগ্য চা শ্রমিকদের
মজুরির দিকে আমরা কেউ দেখিনা।
তারা পায় না তাদের মৌলিক অধিকার।
চা বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হই
কিন্তু শুনিনা তার ভিতরে কর্মরত অভাগীদের কান্না।
খোঁজ রাখিনা তাদের তিনবেলা আহার জোটে কি না ,
আজ এই কবিতার মধ্যে দিয়ে আমি আহ্বান করছি
হে বাগানের মালিক গণ, তোমরা
তোমাদের শ্রমিকদের ঘামের মূল্য দাও
নয়তো বিধাতা তোমাদের ক্ষমা করবেন না।
প্রতি টি চায়ের পাতায় পাতায় মিশে আছে তাদের কান্না তোমরা কি তা শোন না ?
তোমাদের ভাগ্য ফেরাতে এই ভাগ্যহতরা জীবন দেয়, তোমরা কি তা বোঝনা?
আজ তোমরা তাদের ঠকালে আল্লাহর কসম
পরকালে পার পাবে না একদম।