মতিবুল হক
গ্রীষ্ম শেষে বর্ষা আসে
বৃষ্টি ধারা বয়
চাষের কাজে চাষী ভাইরা
মাঠে পড়ে রয় ।
মনের সুখে লাঙ্গল চালায়
জমি করে চাষ
ধানের চারা লাগায় চাষী
নিয়ে অনেক আশ ।
ভাদ্র গেলো আশ্বিন গেলো
কার্ত্তিক এলো ভাই
মাঠের ধানে পাক ধরেছে
আর তো চিন্তা নাই ।
আর কটা দিন গেলে পরে
আসবে ঘরে ধান
আনন্দেতে তাইতো চাষী
কাস্তেতে দেয় শান ।
ছেলে বুড়ো সবার মনে
পুলক জাগে আজ
নারী পুরুষ করছে সবাই
ফসল কাটার কাজ ।।