কবি সাইদ খান
কি পেলে তুমি আমার ঘরে এসে
কি পেলাম আমি তোমায় ভালোবেসে ?
এসব হিসেবের সময় এখন নয়,
অনেক বছর পেরিয়ে গেছে
এখন তো চলে যাবার সময়।
কখন যে চলে যাবো টুপ করে
তোমায় ছেড়ে অনেক দূরে ।
যেথায় গেলে আর পাবে না
বকবে কেমন করে ?
কিছুই রবে না তোমার কাছে আমার
রবে শুধু আমার লেখা স্মৃতিময় কবিতা ।