আসমা আক্তার কাজল
গ্রীষ্মের ক্লান্ত দুপুরে
কিংবা বর্ষায় কাক ভেজা হয়ে
কোনো এক বিকেলে,
তুমি চলে যাবে
এমনটাই তো কথা হয়েছিল দু’জনের।
তবে আজ কেন–
তুমি চলে যাবে বলতেই
শরতের আকাশে কালো মেঘের তুলো এসে
ঢেকে গেছে?
তুমি চলে যাবে
এমনটাই তো কথা হয়েছিলো আমাদের মাঝে।
তবে আজ কেন–
তুমি চলে যাবে বলতেই ফাগুন মনে হঠাৎ করে
শ্রাবণের ঢল নেমেছে?
তুমি চলে যাবে
কোনো একদিন তোমাকে যেতেই হবে
এ কথা জেনেও কেন–
বিরহী সূর প্রাণে বাজে?
রূপালী চাঁদের গ্রহণ লেগেছে
দক্ষিণা হাওয়া অভিমানে
গাল ফুলিয়েছে।
শুধু তুমি চলে যাবে বলতেই
আমার পূণ্য হৃদয় যেন
শূণ্যতায় ডুবে গেছে।