মো: কামরুল হাসান
চারিদিকে চলছে
চলিতেছে সার্কাস-
মানছিনা নীতিমালা
পরছিনা মাস্ক।
করোনাতে মহামারি
সারাদেশ ছড়িয়ে-
লাঠি হাতে ইউএনও’র
বেড়াজাল পেরিয়ে।
জনগন জননেতা
আজ তা ইতিহাস-
সমিরণে করোনা
পাবলিকে হতাশ।
আমি বাপু ভিতু লোক
ভয়ে আছি তাই-
করি কাজ মিডিয়াতে
খবরেতে নাই।
ফেসবুকে নীতিমালা
হারিয়েছে যবে,
সেই থেকে কবি আমি
পঙতিতে তবে।
আশা নেই, হাসি আছে
দামদরে পদবি-
কমিটির রুপরেখা
হয়নাতো অবধি।
লিখতে পারিনা ভাই
তবু আমি কবি-
দাড়ি, কমা, সেমিকোলন
হারিয়েছি যদি।
করোনার বিধিমালা
দূরে থাকো তিন ফুট-
আসিওনা কাছে তাই
লেখে দিও চিরকুট।
নিয়মের বালাই নেই
সামাজিক দুরত্বে-
প্রশাসন-প্রতিনিধি
হাতাহাতি দৌরত্বে।
বকাবকি, হাতাহাতি
অফিসের পাড়াতে-
জনগন হতাশায়
হচ্ছেকি এদেশে!!
যোগফল„ ফলাফল
গুণভাগ শুন্য
জনগন, জননেতা
প্রশাসন ভিন্ন।
হচ্ছে কি, হচ্ছে না
কৈফিয়ত নেই-
হারিয়েছে স্বচ্ছতা
বাঁচি আশাতেই।
চারিদেক চলছে
চলিতেছে সার্কাস-
আগে পিছে আমি নেই
ক্লান্তিতে নার্ভাস।