নিজস্ব প্রতিবেদন
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরষ্কার ২০২০ পেলেন মতলবের দু’জন।
সাহিত্যে আলাদা দু’টি বিভাগে সম্মানীত পদক পেলেন মতলবের দুই কৃর্তী সন্তান আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান ১০নং পূর্ব ফতেহপুর ইউপি,মতলব উত্তর, শিক্ষা বিষয় অবদানের জন্য ও শিল্পী বিভাগে মতলব দক্ষিন থানার গুনী শিল্পী আশিক কবির।

এই সময় পুরুষ্কার প্রাপ্তরা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আজকের এই সম্মাননা পদক তাদের আগামি দিনের কাজের প্রেরনা যোগাবে নতুন উদ্দিপনায় এবং তারা দেশ ও মানুষের জন্য সব সময় কাজে নিয়োজিত রাখবেন নিজেকে।

বাতায়ন24 এর পক্ষ থেকে পদক প্রাপ্ত দু’জনকে অভিনন্দন ও শুভেচ্ছা।